এলপিএলে ‘শেষ ম্যাচে’ হৃদয়ের ১৯ রান

দুই ম্যাচ হেরে শুরু করা বি-লাভ ক্যান্ডি জয়ে ফিরেই দুর্দান্ত। আগের দিন ডাম্বুলা অরাকে হারিয়ে জাফনা কিংসকে দুঃস্বপ্ন দেখালো। শনিবার পাল্লেকেলেতে দুর্দান্ত বোলিংয়ে তারা তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনাকে ৯ উইকেটে মাত্র ১১৭ রানে আটকে দিয়েছে। 

আগে ব্যাটিংয়ে নামা জাফনাকে শুরুতেই আঘাত করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তার প্রথম দুই ওভারে দুটি উইকেট তুলে নেন। পাওয়ার প্লে শেষ হওয়ার প্রথম ওভারেই থামেন তাওহীদ হৃদয়। ওয়ানিন্দু হাসারাঙ্গা তাকে চামিরার ক্যাচ বানান। ডেভিড মিলারের সঙ্গে ২৭ রানের জুটি গড়েন হৃদয়। তার ২২ বলের ১৯ রানের ইনিংসে ছিল তিন চার।

মিলার ২২ বলে ২১ রানে আউট হন। ইসুরু উদানা এক ওভারে তিন ব্যাটারকে ফিরিয়ে জাফনাকে হতভম্ব করে দেন। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা টানা দুই ওভারে দুটি উইকেট পান। তাতে ৮৬ রানে ৯ উইকেট হারায় জাফনা।

দুনিথ ভেল্লালাগে ১৮ ও ১৯তম ওভারে ১০ ও ১৫ রান তোলেন। তাতে একশ ছাড়ায় স্কোর। নান্দ্রে বার্গারকে নিয়ে শেষ জুটিতে ৩১ রান তোলেন তিনি। ২৭ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৮ রানে অপরাজিত ছিলেন ভেল্লালাগে। 

ধারণা করা হচ্ছে, এটাই হৃদয়ের শেষ এলপিএল ম্যাচ। তাকে আনা হয়েছিল পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে। শনিবার রাতে মালিক শ্রীলঙ্কায় পা রেখেছেন। এখন দেখার অপেক্ষা দারুণ দুটি ম্যাচ জয়ী ইনিংস খেলা বাংলাদেশি ব্যাটার এলপিএলে থাকতে পারেন কিনা!