আফ্রিদিদের ভারত যাওয়ার অনুমতি দিল পাকিস্তান সরকার

ভারতে টি-২০ বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তান সরকারের ছাড়পত্র পেলেন আফ্রিদিরা। ১৯ মার্চ ধর্মশালায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।India-vs-Pakistan-Live-Streaming-19-March-2016
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের খেলাগুলি কোনও নিরপেক্ষ দেশে খেলার জন্য আইসিসি'র কাছে আবেদন জানিয়েছিল পাক সরকার। ফলে ভারতে আফ্রিদিদের খেলতে আসার অনুমতি পাক সরকার দেবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে সে নাটকের অবসান হলো।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বৃহস্পতিবার বলেন, আমি সন্ত‌‌‌ষ্ট যে সরকার আমাদের ভারতের মাটি‌‌‌তে টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে অবশ্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবেন ধোনি-আফ্রিদিরা।

/এমআর/