সত্যি হলো সাকিবকে নিয়ে মাশরাফির ‘ভবিষ্যদ্বাণী’

২০১৯ সালে কি অবিস্মরণীয় বিশ্বকাপই না পার করেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলগত সাফল্য না পেলেও বাঁহাতি অলরাউন্ডার ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। চমৎকার বিশ্বকাপ পার করার মাসখানেক পর তার জীবনে নেমে এসেছিল অন্ধকার। ম্যাচ ফিক্সিংয়ে কলঙ্কিত হয়েছিল তার ক্যারিয়ার, নিষিদ্ধ হয়েছিলেন দুই বছর, যদিও একটি বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। তবে তাকে নিয়ে আশা হারাননি ইংল্যান্ড বিশ্বকাপে অধিনায়কত্ব করা মাশরাফি মুর্তজা।

সাকিবকে নিষেধাজ্ঞা দেওয়ার দিন মাশরাফি একটি ফেসবুক পোস্ট দেন। যা প্রায় চার বছর পর আলোচনায়। ওই পোস্টে সাবেক পেসার ভবিষ্যদ্বাণী করেন, ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ সাকিবের নেতৃত্বে খেলবে। সেটাই সত্যি হলো।

তামিম ইকবাল গত সপ্তাহে ওয়ানডে নেতৃত্ব ছাড়ার পর অনেক আলোচনা শেষে সাকিবকেই দেওয়া হয়েছে বিশ্বকাপের নেতৃত্ব। তার কাঁধে ভারতে দেশকে বিশেষ কিছু এনে দেওয়ার দায়িত্ব।

২০১৯ সালের ২৯ অক্টোবরে মাশরাফির পোস্টটি ছিল, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারবো যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলবো। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’

আংশিকভাবে মাশরাফির ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। সেখানে তিনি বাংলাদেশকে ফাইনালেও দেখার আশা ব্যক্ত করেন। তাহলে কি এবার ফাইনালেও খেলবে বাংলাদেশ!