তিনটি একদিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ ইমার্জিং (হাইপারফরম্যান্স) দল। তিন সপ্তাহের বেশি সময়ের জন্য বাংলাদেশ দল আজ রওনা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুই দলের সিরিজের সূচির পাশাপাশি বাংলাদেশ দলও ঘোষণা করেছে।
যুব বিশ্বকাপ জয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়কে অধিনায়ক করে ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে যুব বিশ্বকাপ জয়ী বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। পাশাপাশি গত যুব বিশ্বকাপ খেলা দলটি থেকে আছেন আরও কয়েকজন। আগে ইমার্জিং দলে অফফর্মে থাকা সিনিয়র অনেক ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হলেও এবার উদীয়মান ক্রিকেটাররাই সুযোগ পেয়েছেন।
সূচি অনুযায়ী ১৭, ১৯ ও ২২ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ১৭ অক্টোবর প্রথম চার দিনের ম্যাচের পর ৩ নভেম্বর দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে ডাম্বুলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ইমার্জিং দল: মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, প্রীতম কুমার, আকবর আলী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আহমেদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, হাসান মুরাদ, আইচ মোল্লা, নাহিদ রানা।