বোলিং কোচ হয়ে মুম্বাইয়ে ফিরলেন মালিঙ্গা

এক দশক ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছেন লাসিথ মালিঙ্গা। এবার তাদের ডাগআউটে দেখা যাবে শ্রীলঙ্কার বোলিং গ্রেটকে। শুক্রবার এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি মালিঙ্গাকে আগামী আসরের জন্য বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে।

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলেছেন মালিঙ্গা। এবার তিনি ২০২৪ সালের আইপিএলের জন্য মার্ক বাউচারের নেতৃত্বাধীন ক্লাবটির কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন। সাবেক মুম্বাই সতীর্থ কিয়েরন পোলার্ডকেও ডাগআউটে পাচ্ছেন তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন আরও দুটি দলের বোলিং কোচ মালিঙ্গা। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে এমআই কেপটাউন ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের এমআই নিউইয়র্কের কোচিং প্যানেলে আছেন তিনি।

মালিঙ্গা বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ নিযুক্ত হওয়া আমার জন্য সত্যিই সম্মানের। এমআই নিউইয়র্ক ও এমআই এমিরেটসের পর একই পরিবারে আমার যাত্রা অব্যাহত থাকছে।’

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে প্রায় ১৩ বছরে বিশ্বজুড়ে সাতটি ট্রফি জিতেছেন। খেলোয়াড় হিসেবে চারটি আইপিএল ও দুটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ট্রফির পাশাপাশি বোলিং কোচ হিসেবে মেগর লিগ ক্রিকেটে শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছেন। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচ ছিলেন লঙ্কান গ্রেট।