উগান্ডার ইতিহাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে চমকে দিলো উগান্ডা। রবিবার নামিবিয়ার উইন্ডহোয়েকে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো সহযোগী দেশটি। যে কোনও ফরম্যাটে প্রথমবার কোনও টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিতেছে তারা। এই হারে আগামী বছরের বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে গেছে জিম্বাবুয়ানরা।

ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বড় স্কোর করতে পারেনি জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ৪৮ বলে ৩৯ রানে ২০ ওভারে তারা করে ৭ উইকেটে ১৩৬ রান।

জবাবে রিয়াজাত আলী শাহর ২৮ বলে ৪২ রান ও আলপেশ রামজানি ২৬ বলে ৪০ রানে পাঁচ বল হাতে রেখে জিতে যায় উগান্ডা।

কোয়ালিফায়ারে এনিয়ে তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলো জিম্বাবুয়ে। গত ২২ নভেম্বর উদ্বোধনী ম্যাচে তারা নামিবিয়ার কাছে সাত উইকেটে হেরেছিল।

সাত দলের কোয়ালিফায়ারে তিন ম্যাচ হাতে রেখে চতুর্থ স্থানে জিম্বাবুয়ে। শীর্ষ দুটি দল আগামী বছরের ২০ দলের টুর্নামেন্টে জায়গা পাবে।

তিন ম্যাচের সবগুলো জিতে নামিবিয়া ও কেনিয়া শীর্ষ দুটি স্থানে। দুই জয় ও এক হারে তৃতীয় উগান্ডা।

বিশ্বকাপের টিকিট পেতে হলে রুয়ান্ডা, নাইজেরিয়া ও কেনিয়ার বিপক্ষে বাকি ম্যাচগুলো জিম্বাবুয়েকে জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলের দিকেও।