আমিরকে নিয়ে সতর্ক বাংলাদেশ

আগামীকাল বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই সরাসরি ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। হারলে তাকিয়ে থাকতে অন্য ম্যাচের দিকে। তারওপর থাকছে রানরেটের মারপ্যাঁচ।সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণ নিয়ে সতর্ক বাংলাদেশ। বিশেষ করে টুর্নামেন্ট দুর্দান্ত বল করা আমিরকে নিয়ে। মঙ্গলবার সাংবাদিকদের এমনই জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, 'আমির তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শুরুর দিকে উইকেট নেওয়ার দারুণ ক্ষমতা আছে তার। সব ধরনের বোলিং করতে পারে সে। আমরা যদি তাকে শুরুর দিকে উইকেট না দেই বা খেলে যেতে পারি তাহলেই ভালো হয়। তবে শুধু আমিরই নয়, অন্যেরাও খুব ভালো। সবার বিষয়ে সতর্ক থাকতে হবে।'

গত বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় তারপর টি-টোয়েন্টি জেতা; এ ম্যাচে বাংলাদেশকে বাড়তি কোনও সুবিধা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, 'আমার মনে হয় না কোনও হেল্প করবে। এটা নতুন দিন, নতুন ম্যাচ, নতুন টুর্নামেন্ট। এই ধরনের টুর্নামেন্টে চাপও বেশি থাকে। আগে কী হয়েছে তা না ভেবে, কাল কতোটা ভালো করে শুরুটা করতে পারি আমরা তা নিয়ে ভাবছি।'

মিরপুরের উইকেট শুরুর দিক থেকে এখন একটু বদলে গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'উইকেট বদলে যাওয়াটা খুবই স্বাভাবিক। টুর্নামেন্টের শুরুতে উইকেট যেমন আচরণ করেছে, এখন সে রকম করবে না। উইকেটে এখন কিছুটা রান হচ্ছে। আমরা সেভাবেই পরিকল্পনা করেছি। উইকেট আমরা সব সময় যেভাবে চাই, সেভাবে হবে না।'

/আরআই/এমআর/