চাপ কাটিয়ে উঠছে শ্রীলঙ্কা

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে ভারতের মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

nonameব্যাট করতে নেমে ১২ ওভারে মাত্র ৬২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেললেও সিরিবর্ধনে ও কাপুগেদারার ব্যাটে চাপ কাটিয়ে উঠছে লঙ্কানরা।১৫ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৯১ রান।
খেলার শুরুতে চান্দিমালকে (৪) ফিরিয়েছেন নেহরা। ২.২ ওভারে দলীয় ৬ রানে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ১৫ রানে আউট হন শেহান জয়সিুরিয়া (৩)। তাকে আউট করেন বুমরাহ। 
এরপরে আঘাত হানেন হার্দিক পান্ডে। ৬.১ ওভারে দলীয় ৩৩ রানে পান্ডের বলে জাদেজার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন দিলশান। দলীয় ৫৭ রানে পান্ডের বলে আউট হন ম্যাথুস (১৮)। ফলে চার উইকেট হারিয়ে চাপে আছে লঙ্কানরা।

এই ম্যাচে হারলে শ্রীলঙ্কা ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়বে। অন্যদিকে জিতলে ফাইনাল নিশ্চিত হবে ভারতের। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আসন্ন টি-২০ বিশ্বকাপের আয়োজক ভারত। আর আরব আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে হেরে তিন নম্বরে লঙ্কানরা। ৩ মার্চ মূল পর্বে নিজেদের শেষ ম্যাচে আমিরাতের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। পরদিন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন ম্যাথুস-চান্দিমালরা।
/এমআর/