শতভাগ ফিট না হয়ে খেললে সেটা প্রতারণা নয়: তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই মাঠের বাইরে তামিম ইকবাল। বিপিএল দিয়েই তার মাঠে ফেরার কথা। কয়দিন আগে হুট করে চোট পেয়ে সেই সম্ভাবনায় প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছিলেন। তবে প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকছেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আরও অনেক কিছুই পরিষ্কার করেছেন। বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের করা এক মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন, কোন স্পোর্টসম্যানই একশ ভাগ ফিট হয়ে ম্যাচ খেলতে পারে না। দেশসেরা এই ওপেনারের দাবি, ইনজুরি নিয়ে খেলা মোটেও প্রতারণা নয়।

তামিমের ফিটনেস না থাকায় তাকে ওয়ানডে বিশ্বকাপ দলে রাখতে চায়নি টিম ম্যানেজমেন্ট। পরবর্তীতে অধিনায়ক সাকিব আল হাসানও মন্তব্য করেছিলেন, শতভাগ ফিটনেস না নিয়ে মাঠে নামলে সেটা দলের সঙ্গে ‘চিট’ করার শামিল।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম সেসবের জবাব দিয়েছেন এভাবে, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না। ইনজুরি এমন একটি অংশ... আমি এখনো বলবো, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না যে আমি একশ ভাগ ফিট। নাইন্টি পারসেন্ট ফিট থাকে, সেভেন্টি পারসেন্ট ফিট থাকে। এইটি পারসেন্ট ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি চোটের অস্বস্তি থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’

মাহমুদউল্লাহ রিয়াদের উদাহরণ টেনে তামিম বলেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরি থেকে ফিরেছেন। কিছুটা অস্বস্তি এখনও আছে তার। সে যদি মনে করে প্রথম ম্যাচ থেকে গুড টু গো, তাহলে অবশ্যই খেলবে।’

লম্বা সময় বাইরে থাকায় নিজের অবস্থান জানাতে গিয়ে তামিম বলেছেন, ‘তিন মাসেও খুব বেশি অনুশীলন করা হয়নি। শেষ দুই আড়াই সপ্তাহ ধরে ব্যাট করছি। দিন দিন ভালো আছি, একটু রেস্টিনেস আছে। আমি নিশ্চিত বিপিএল শুরুর আগে যতটুকু করা সম্ভব, সবই করেছি।’

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা না থাকায় এবার কেন্দ্রীয় চুক্তি থেকে নাম বাদ দিতে বিসিবিকে অনুরোধ করেছেন তামিম। বিসিবিও সেই পথে এগিয়ে যাচ্ছে। এখন কেবল দুই পক্ষের আনুষ্ঠানিকতা বাকি। তামিম মাঠে ফেরার আগে আজ জানালেন, বিপিএলের মাঝেই তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ জানিয়ে দেবেন। জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তামিম বলেছেন, ‘খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। বিপিএলের মাঝেই জানতে পারবেন।’