রাজকোট টেস্টেই খেলতে নামছেন অশ্বিন

মায়ের অসুস্থতায় ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে চলমান টেস্ট ছেড়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের খবর ছিল, এই টেস্টে এই অফস্পিনিং অলরাউন্ডারকে আর দেখা যাবে না। কিন্তু বোর্ডের পক্ষ থেকে নতুন এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এই ক্রিকেটার চতুর্থ দিন অর্থাৎ আজকেই মাঠে ফিরতে যাচ্ছেন।  

দ্বিতীয় দিনের খেলা শেষ হতেই অশ্বিন রাজকোট ছেড়ে গেছেন। তাতে মিস করেন তৃতীয় দিনের খেলা। ক্রিকইনফোর দেওয়া তথ্য মতে, আজ লাঞ্চের মধ্যে মাঠে হাজির হবেন তিনি। মাঠের বাইরে দীর্ঘক্ষণ থাকার পরেও তার বোলিংয়ে কোনও বাধা থাকছে না। সাধারণত মাঠের বাইরে সময় কাটালে তখন বোলিংয়ের আগে ওই সময়টা মাঠে কাটানোর বাধ্যবাধকতা থাকে। অশ্বিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য কারণে সেটা হয়তো আম্পায়াররা কার্যকর করবেন না। কারণ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ইনজুরি কিংবা অসুস্থতার ক্ষেত্রে বিষয়টা ধরা হয় না। 

দ্বিতীয় দিন রাজকোট ছেড়ে যাওয়ার আগেই অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে মাইলফলক স্পর্শ করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে পূরণ করেছেন ৫০০ উইকেট। ম্যাচের পর অংশ নেন সংবাদ সম্মেলনেও। তার পর ভারতের স্থানীয় সময় রাত ১১টায় অশ্বিনের রাজকোট ছেড়ে যাওয়ার খবর জনসম্মুখে আসে।