আবার মাঠে নামছেন বাশার-নান্নু-নাফীসরা

প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক ক্রিকেটার ব্যাট-প্যাড গুছিয়ে রেখেছেন বহু আগেই। তবে মঙ্গলবার  স্বাধীনতা দিবস উপলক্ষে আবার মাঠে ফিরছেন হাবিবুল বাশার-শাহরিয়ার নাফীস-মিনহাজুল আবেদীন নান্নুরা। 

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটাররা বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল দশ ওভারের এই প্রদর্শনী ম্যাচটিতে অংশ নেবেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে ১০ ওভারের এই ম্যাচ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে খেলা। বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে এই প্রদর্শনী ম্যাচগুলো সাবেক ক্রিকেটারদের পুনর্মিলনীর মঞ্চ হয়ে ওঠে। এবারও দুই দলে রাখা হয়েছে ৩০ জন সাবেক ক্রিকেটারকে। প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার রাখা হয়েছে।

লাল দল: নাঈমুর রহমান, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, ফয়সাল হোসেন, ডলার মাহমুদ, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, তালহা যুবায়ের, আমির হুসাইন, হাসিবুল হাসান শান্ত, মোহাম্মদ আলী।

সবুজ দল: জাভেদ ওমর, শাহরিয়ার নাফীস, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ, রাজিন সালেহ, এহসানুল হক, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, সজল চৌধুরী, মাহবুবুল আলম, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, রকিবুল হাসান।