নারী ওয়ানডে সিরিজ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

আরেকটি ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে শেষ ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশের মেয়েরা। বুধবার মিরপুরে ৮ উইকেটে তাদের হারিয়ে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।

দুই ইনিংস মিলিয়েও ৫০ ওভারের খেলা হয়নি। আগে ব্যাটিংয়ে নেমে ২৬.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ। কিম গার্থ ও অ্যাশলেইঘ গার্ডনার তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দিতে বড় অবদান রাখেন। দুটি করে উইকেট নেন এলিসে পেরি ও সোফি মলিনেক্স।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন নিগার সুলতানা। মারুফা আক্তার দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রানে অপরাজিত ছিলেন। দলীয় স্কোরবোর্ডে সর্বোচ্চ ২০ রান যোগ হয় এক্সট্রা থেকে।

লক্ষ্যে নেমে ৪৩ রান যোগ করে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয়। ফোয়েবে লিচফিল্ড (১২) সুলতানা খাতুনকে ফিরতি ক্যাচ দেন। দলীয় ৫৪ রানে অধিনায়ক হিলি (৩৩) বিদায় নেন রাবেয়া খানের বলে।

এরপর বাকি পথ সহজেই পার করেছে অস্ট্রেলিয়া। পেরি ও বেথ মুনি ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৮.৩ ওভারে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ২ উইকেটে ৯৩ রান করে সফরকারীরা।