পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন

শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট আবারও অধিনায়ক হিসেবে বাবর আজমকে ফেরাতে চলেছেন। এখনও এটি গুঞ্জন হিসেবেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে একটা ব্যাপার সত্যি, জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির ওপর আর আস্থা নেই নির্বাচক কমিটির। এমন পরিস্থিতিতে শ্বশুর শহীদ আফ্রিদিকে পাশে পাচ্ছেন শাহীন। 

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পিসিবি প্রধান মহসিন নাকভিও এই ফরম্যাটের নেতৃত্বে বদল আনার ইঙ্গিত দিয়েছেন।

এই প্রসঙ্গে মঙ্গলবার আফ্রিদি বলেছেন, ‘আমি মনে করি আপনি যদি অধিনায়ক (শাহীন) হিসেবে কাউকে নিয়োগ দেন এবং তাকে দায়িত্ব দেন তাহলে সময়ও দেওয়া উচিত।’

ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর টি-টোয়েন্টির নেতৃত্বে বাবরের স্থলাভিষিক্ত হন শাহীন। তৎকালীন কমিটির প্রধান জাকা আশরাফ এই সিদ্ধান্ত নেন।

কিন্তু জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে বাজে সময় কাটছে শাহীনের। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ এ হারে তার দল। তাছাড়া পাকিস্তান সুপার লিগেও তার অধিনায়কত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স মাত্র একটি ম্যাচ জেতে, হারে আটটি।

পাকিস্তানের ক্রিকেটীয় সংস্কৃতির সমালোচনা করে আফ্রিদি বলেছেন, ‘আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হলো বোর্ডে চেহারা পাল্টে গেলে আমাদের সিস্টেমেও বদল হয়। যেই আসে সেই ভাবে, সে পাকিস্তান ক্রিকেটের জন্য সেরাটা করছে। আপনি যদি অধিনায়ক পাল্টান, তার মানে হয় তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কিংবা তাকে এখন বদলানো হবে ভুল।’