২০ মিনিট অন্ধকারে দর্শকরা

ফ্লাড লাইটের চারটি টাওয়ারের তিনটিই এই মুহূর্তে কাজ করছে না।রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রস্তুত ছিল বাংলাদেশ-ভারত দুই দলই। কিন্তু শেষ অব্দী খেলা মাঠে গড়ানোর নির্ধারিত সময়ের আগেই ঝড় শুরু হয় মিরপুরে।
হঠাৎ ঝড়ে গ্রাউন্ডসম্যানরা উইকেট কভার দিয়ে ঢাকার আগেই উইকেটের অনেকখানি অংশ ভিজে যায়। সন্ধ্যা ৬ টা ২০ মিনিট থেকে ৬ টা ৪০ মিনিট পর্যন্ত স্টেডিয়ামের ফ্লাড লাইট বন্ধ থাকে। এই সময়টা অন্ধকারে কাটাতে হয়েছে দর্শকদের। সাধারণ গ্যালারি ছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ডসহ অন্য গ্যালারিতে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছেন ফাইনাল দেখতে আসা দর্শকরা।
শুধু তাই নয় হঠাৎ বৃষ্টিতে অনেক দর্শকদের মুঠোফোন নষ্ট হয়ে গেছে! আরিফ নামের এক দর্শনার্থী খেলা দেখতে এসেছেন। অনেক কষ্ট করে টিকিট যোগাড় করেছেন। দুই বন্ধু মিলে খেলা দেখতে পারলোই না। শখের আইফোনটিও বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

ঝড় শুরু হওয়ার সময় সব দর্শক তখনো মাঠে প্রবেশ করেনি। বাইরে যারা ছিলেন, তারা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছেন। স্টেডিয়ামের ৪ নম্বর ও ৫ নম্বর গেটের বাইরে বৃষ্টি থেকে বাঁচার তেমন কোনও ব্যবস্থা না থাকায় তাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে।

মিরপুর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ফ্রেমের এক অংশ উড়ে গেছে। এছাড়া ফ্লাড লাইটের চারটি টাওয়ারের তিনটিই এই মুহূর্তে কাজ করছে না। মাত্র একটি দিয়েই কাজ চালানো হচ্ছে।  

/আরআই/এফআইআর/