সিরিজ হারে সাতে নেমে গেছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরাজিত হয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পতন হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে ১৯২ রানের বিশাল ব্যবধানে পরাজয়ে যৌথভাবে সাতে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তাদের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা। 

প্রথম টেস্টটি বাংলাদেশ ৩৮২ রানে হেরেছিল। অথচ এই টেস্ট সিরিজ শুরুর সময় তাদের অবস্থান ছিল চার নম্বরে। পয়েন্ট টেবিলে টাইগারদের অর্জন ১২ পয়েন্ট। শতাংশের হিসেবে চার ম্যাচে একটি জয়ে তাদের পয়েন্ট এখন ২৫। এই চক্রে তারা দুটি টেস্টে পরাজয়ের পাশাপাশি একটিতে ড্রও করেছে।  

অপর দিকে দুই ম্যাচের সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্জল করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে টপকে চারে উঠে গেছে। তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ। ভারত সবার ওপরে, অস্ট্রেলিয়া দুই তার পর নিউজিল্যান্ড তিন নম্বরে। 

শ্রীলঙ্কার এই চক্রে আরও দুটি হোম সিরিজ আছে। এই বছরের পর নিউজিল্যান্ড তার পর ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে। তার আগে আগামী আগস্টে ইংল্যান্ডের মাটিতে খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের বিপক্ষে এই জয় নিঃসন্দেহে প্রেরণা হিসেবে কাজে দেবে তাদের।