পাকিস্তানে অ্যালেন ও মিলনেকে পাচ্ছে না নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানের রওনা হওয়ার কয়েক দিন আগে আবারও ধাক্কা খেলো নিউজিল্যান্ড। আইপিএলের কারণে নিয়মিত ৯ জন খেলোয়াড়ের সঙ্গে ফিন অ্যালেন ও অ্যাডাম মিলনেকে হারালো তারা। এই দুই জনকে ছাড়া পাকিস্তানে যেতে হচ্ছে কিউইদের।

অ্যালেন পড়েছেন পিঠের ইনজুরিতে। মিলনের সমস্যা গোড়ালিতে। আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ফিট থাকতে পারবেন কি না, সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে নিশ্চিতভাবে জায়গা পাওয়ার দাবিদার ১৬৩.৬০ স্ট্রাইক রেটে ব্যাটিং করা অ্যালেনের। তবে ইনজুরিপ্রবণ মিলনের জন্য ১৫ জনের মধ্যে থাকার সম্ভাবনা কিছুটা কম। কতজন বোলারকে দলে রাখা হয় তার ওপর নির্ভর করছে এই অলরাউন্ডারের জায়গা পাওয়ার বিষয়টি।

টম ব্লান্ডেল ও আনক্যাপড অলরাউন্ডার জ্যাক ফোকস এই দুজনের স্থলাভিষিক্ত হয়েছেন। টম ব্রুসকে বিবেচনায় রাখা হয়েছিল। কিন্তু পারিবারি কারণে তিনি দলে থাকতে রাজি হননি।

২১ বছর বয়সী ফোকস সুপার স্ম্যাশের এই আসরে ক্যান্টারবুরির হয়ে ১৬.২৮ ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়েছেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৫০। নিউজিল্যান্ডের টেস্ট উইকেটকিপার ব্লান্ডেল আগে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন সাত ম্যাচ।

আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে শুরু হয়ে ২৭ এপ্রিল লাহোরে শেষ হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সিরিজ। সফরকারীদের নেতৃত্বে থাকছেন মাইকেল ব্রেসওয়েল।