চলে গেলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার

তর্কসাপেক্ষে ইংল্যান্ডের সেরা স্পিনার ডেরেক আন্ডারউড। বামহাতি এই স্পিনার ৭৮ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

স্পিনার হিসেবে ইংল্যান্ডের হয়ে ডেরেকই সর্বোচ্চ উইকেট শিকারি। ৮৬ টেস্টে নিয়েছেন ২৯৭ উইকেট। তার পরেই আছেন গ্রায়েম সোয়ান (২৫৫ উইকেট)। ইংল্যান্ডের হয়ে ডেরেক ২৬ ওয়ানডে খেলে ৩২টি উইকেটও নিয়েছেন।

ডেরেকের ক্যারিয়ার বিস্তৃত ছিল ১৯৬৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে সার্বিকভাবে তার শিকার ২ হাজার ৪৬৫ উইকেট! কাউন্টিতে একমাত্র কেন্টের হয়েই খেলেছেন তিনি। অবশ্য এই কাউন্টিতেই তার জন্ম।

অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মাননায় ভূষিত করা হয়েছে তাকে। ২০০৯ সালে ছিলেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সভাপতিও।

বৃষ্টি-প্রভাবিত উইকেটে মারাত্মকভাবে কার্যকর ছিল তার বল। যেজন্য তার ডাক নাম হয়ে যায় ‘ডেডলি’। সার্বিকভাবে ডেরেক ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারি।