X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রীর অবসর ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৪, ১১:১২আপডেট : ১৬ মে ২০২৪, ১১:৩৯

ভারতীয় ফুটবলের বড় তারকা বলতে যা বোঝায় সুনীল ছেত্রীর ভাবমূর্তি ঠিক তেমনই। ভারতের পোস্টার বয়ও তিনি। ৩৯ বছর হয়ে যাওয়া এই স্ট্রাইকার অবসরের ঘোষণা দিয়েছেন আজ। 

আগামী ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলেই বুট জোড়া তুলে রাখবেন তিনি। সেদিন যুব ভারতীতে কুয়েতের বিপক্ষে খেলবে ভারত। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক। 

সুনীল ছেত্রী ভারতের হয়ে অভিষেক করেছেন ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে। ভাইচুর ভুটিয়ার পর ছেত্রীই হয়ে ওঠেন ভারতীয় ফুটবলের নতুন মুখ। ফলে তার অবসর মানে একটি যুগের সমাপ্তি। বর্তমানে খেলতে থাকা ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ১৫০ ম্যাচে ৯৪ গোল করেছেন। তার আগে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ১৮০ ম্যাচে ১০৬ গোল। ২০৫ ম্যাচে ১২৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। 

বর্ণাঢ্য ক্যারিয়ারে ছেত্রী ৬বার ভারতের বর্ষসেরা ফুটবলার হয়েছেন। ২০১১ সালে পেয়েছেন অর্জুনা অ্যাওয়ার্ড, ২০১৯ সালে মর্যাদার পদ্মশ্রী।    
ভারতের হয়ে শিরোপা জিততেও ছিল তার অবদান। ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ জেতা দলটির সদস্য ছিলেন তিনি। ২০১১ ও ২০১৫ সালে জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ। তার পর ২০০৭, ২০০৯ ও ২০১২ সালে নেহরু কাপ এবং ২০১৭ ও ২০১৮ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ। 

ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচে যাওয়ার আগে ভারত বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের অর্জন ৪ পয়েন্ট। শীর্ষে রয়েছে কাতার। ৩ পয়েন্ট নিয়ে কুয়েত চতুর্থ। 

 

/এফআইআর/   
সম্পর্কিত
প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটলো জাপান  
কানাডা-মেক্সিকোর সঙ্গে দ্বন্দ্বের কারণে ফুটবল বিশ্বকাপ আরও আকর্ষণীয় হবে: ট্রাম্প
মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে চান ফিফা সভাপতি
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি