বিকেএসপির দুই ম্যাচেও বৃষ্টির হানা, জিতলো গাজী গ্রুপ ও রূপগঞ্জ

মিরপুরের মতো বিকেএসপির দুটি ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টি আইনে ব্রাদার্স ইউনিয়নকে ১৩০ রানে পরাজিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির অপর ম্যাচে সিটি ক্লাবকে ৫ রানে পরাজিত করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭ উইকেটে ৩৪৪ রান করেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। হাবিবুর রহমান ৮১, সাব্বির হোসেন শিকদার ৭৪ ও আনিসুল ইসলাম করেন ৬৫ রান। রাহাতুল ফেরদৌস নেন ৩ উইকেট। 

জবাবে খেলতে নেমে বৃষ্টি বাধার মুখে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। ৪১ ওভারে লক্ষ্য নির্ধারিত হয় ৩০৯ রানের। কিন্তু ব্রাদার্সের ইনিংস থেমে যায় ৪০.৩ ওভারে ১৭৮ রানে। ফলে বড় জয় পায় গাজী গ্রুপ। গাজী গ্রুপের আব্দুল গাফফার চারটি এবং পারভেজ হোসেন জীবন দুটি উইকেট নিয়েছেন।

বিকেএসপির তিন নম্বর মাঠের আরেক ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৭ করে রূপগঞ্জ টাইগার্স। ৯৩ বলে ১০৬ রান করেন শামসুর। সিটি ক্লাবের হয়ে সমান ৩টি করে উইকেট সোহেল রানা ও ইরফান হোসেন।

জবাবে খেলতে নেমে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪১ ওভারে ২৬৬ রানের লক্ষ্য পায় সিটি ক্লাব। কিন্তু নির্ধারিত ওভারে তারা তুলেতে পারে ২৬০ রান। ফলে ৫ রানের দারুণ একটি জয় পায় রূপগঞ্জ। দলটির বোলারদের মধ্যে আরাফাত সানি জুনিয়র চারটি এবং আব্দুল্লাহ আল মামুন নেন দুটি উইকেট।