বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ভালো কিছু করার লক্ষ্যে কোচিংয়ে চমক দেখালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। 

স্টুয়ার্ট ল’ শুধু বাংলাদেশের কোচ ছিলেন না। গত দশকের শুরুর দিকে শ্রীলঙ্কারও দায়িত্ব সামলেছেন। তাছাড়া ২০১৮ সালে কিছু সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজেও। সর্বশেষ আফগানিস্তান ও এই বছরে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও কোচ ছিলেন তিনি। 

নতুন দায়িত্ব পেয়ে ল’ এর প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে। ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। তার পর জুনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার হয়ে ৫০টি ম্যাচ খেলা স্টুয়ার্ট ল’ নিজেও সেই চ্যালেঞ্জের কথা মাথায় রাখছেন। ৫৫ বছর বয়সী বলেছেন, ‘এই সময়ে যুক্তরাষ্ট্রের দায়িত্ব পাওয়া আমার জন্য রোমাঞ্চকর একটি সুযোগ। যুক্তরাষ্ট্র সহযোগী দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী একটি দল। ফলে আমার বিশ্বাস আগামীতে শক্তিশালী একটি দল গঠন করতে পারবো।’