আইপিএলে তাণ্ডব চালিয়েও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পাননি জেক ফ্রেজার ম্যাকগার্ক। বিষয়টা আলোচনারও জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত অজি দলটির সঙ্গে বিশ্বকাপে যাওয়ার সুযোগ হচ্ছে তার। যদিও সেটা মূল দলের সদস্য হিসেবে নয়। রিজার্ভ বেঞ্চ সমৃদ্ধ করতেই রাখা হয়েছে তাকে।
টুর্নামেন্টে প্রতিটি দলই ইনজুরি ভাবনায় রিজার্ভ হিসেবে রাখেন ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া রিজার্ভ হিসেবে ম্যাকগার্ক আর অলরাউন্ডার ম্যাথু শর্টকে যুক্ত করেছে।
অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি তার ব্যাখ্যায় বলেছেন, ‘আসলে ম্যাট আর জেক গত গ্রীষ্মের পারফরম্যান্স দিয়ে নিজেদের প্রাথমিক নির্বাচনে আমাদের বাধ্য করেছে। জেকের তো সাম্প্রতিক আইপিএল পারফরম্যান্সও সঙ্গী হয়েছে। ম্যাট দলটাতে অলরাউন্ডার অপশন হিসেবে কাজে দেবে। জেক বাড়াবে ব্যাটিং গভীরতা।’
চলতি আইপিএলে তাণ্ডব চালিয়েছেন ফ্রেজার ম্যাকগার্ক। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে ৩৩০ রান করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে নিজেকে এগিয়ে রেখেছিলেন। কিন্তু নির্বাচকরা মিডিয়ার চাপ উপেক্ষা করে তাকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। পরে অবশ্য সেই কৌশলে পরিবর্তন এনেছে অজি টিম ম্যানেজমেন্ট। তবে ১৫ সদস্যের দল অপরিবর্তিতই থাকছে। যার নেতৃত্বে মিচেল মার্শ।
গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট খেলবে। সেটা হয়ে গেলে প্রথম দল হিসেবে তিনটি বৈশ্বিক শিরোপা জয়ের নজির গড়বে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
ট্রাভেলিং রিজার্ভস: জেক ফ্রেজার ম্যাকগার্ক, ম্যাট শর্ট।