কেন নো বল না দিয়ে কোহলিকে আউট দেওয়া হলো?

দারুণ এক সম্ভাবনাময়ী ইনিংস শুরু করেছিলেন বিরাট কোহলি। কিন্তু তৃতীয় ওভারেই থেমে যেতে হলো তাকে। হার্ষিত রানার উঁচু ফুল টস বলে তার হাতেই ক্যাচ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার। কিন্তু কোমর সমান উঁচুতে বল আসায় নো বলের দাবিতে তিনি রিভিউ নেওয়ার আগেই থার্ড আম্পায়ার যাচাই শুরু করে দেন। কিছুক্ষণ পর টিভি আম্পায়ার মাইকেল গফ বলের উচ্চতাকে বৈধ রায় দিয়ে আউটের সিদ্ধান্ত জানান। ক্ষোভে ফেটে পড়েন কোহলি, অনফিল্ড আম্পায়ারের দিকে তেড়েফুঁড়ে যান তিনি। নন স্ট্রাইকে থাকা ফাফ ডু প্লেসিও অসন্তোষ ছিলেন।

কলকাতা নাইট রাইডার্সের ২২২ রান তাড়া করতে নেমে কোহলির ৭ বলে ১৮ রানের ইনিংসের ইতি ঘটে বিতর্কিত সিদ্ধান্তে। কোমর সমান উঁচুতে বল থাকার পরও কেন নো বল না দিয়ে সেটাকে বৈধ ডেলিভারি দিলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

কোহলির আউটের সময় নো বলের উচ্চতা নির্ধারণে ব্যবহার করা হয়েছে নতুন হক আই টেকনোলজি। এই প্রযুক্তি অনুযায়ী, কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল মাটি থেকে ০.৯২ মিটার উচ্চতায় তাকে অতিক্রম করতো। কিন্তু কোহলির কোমরের উচ্চতা ১.০৪ মিটার। তার মানে ডানহাতি ব্যাটার ব্যাটিং ক্রিজে থাকলে বল তার কোমরের নিচ দিয়ে যেতো, উপরে দিয়ে নয়। এজন্য এটিকে বৈধ ডেলিভারি হিসেবে গণ্য করা হয়েছে।

মানে ব্যাটার ক্রিজে থাকা অবস্থায় তার কোমরের চেয়ে বেশি উঁচু দিয়ে বল গেলেই কেবল নো বল ঘোষণা করা হবে, নয়তো সেটা বৈধ ডেলিভারি। বলের প্রজেক্ট ট্র্যাজেক্টরিতে দেখা গেছে কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে তার কোমরের চেয়ে ০.১২ মিটার নিচ দিয়ে বল যেতো।