তীব্র গরমে খেলা নিয়ে যা বললেন শেখ জামালের কোচ

তীব্র দাবদাহে যেন সারা দেশ পুড়ছে। দিনদিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে। গরম ও অস্বস্তিতে হাসফাঁস অবস্থা মানুষের। এই অবস্থায় যেখানে ঘরে টেকাই দায়, সেখানে কাল থেকে ঢাকা লিগের সুপার লিগ পর্ব শুরু হচ্ছে। জাতীয় দলের ব্যস্ত সূচির দোহাই দিয়ে গত কয়েক মৌসুম ধরেই গ্রীষ্মকালে হচ্ছে ঘরোয়া ক্রিকেট। চলতি বছর তাপমাত্রা আরও বেড়েছে। গ্রীষ্মের খরতাপে ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। যদিও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলাম জানালেন ক্রিকেটাররা প্রস্তুত আছেন এই গরমে খেলতে!

তীব্র গরমের মাঝেই সোমবার থেকে শুরু হচ্ছে সুপার লিগ। একদিন আগে সুপার লিগ ও রেলিগেশন লিগের সূচিও প্রকাশ করেছে বিসিবি। সুপার লিগে ২২ এপ্রিল তিন ভেন্যুতে তিনটি ম্যাচ, এরপর ২ দিনের বিরতির পর ২৫ এপ্রিল আরও তিনটি ম্যাচ। রেলিগেশন লিগের ম্যাচ যথাক্রমে ২৩, ২৬ ও ২৯ এপ্রিল; প্রতিটি ম্যাচের মাঝে আছে ২ দিনের বিরতি। মূলত গরমের কারণে সিসিডিএম এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অনেকেই বলছেন স্কুল-কলেজের মতো আপতত মাঠের ক্রিকেট বন্ধ হলে ক্রিকেটারদের জন্য ভালো হতো।

যদিও বাস্তবতা ভিন্ন। ক্রিকেট ক্যালেন্ডার ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে হলে এই মুহূর্তে সুপার লিগ বন্ধ করা সম্ভব নয়। শেখ জামাল কোচ শেখ সোহেল সেই বাস্তবতা স্বীকার করে নিলেন। রবিবার মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা-পাঁচটা পর্যন্ত খেলা। পুরোটা সময় এই গরমে খেলোয়াড়দের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রতি বছর এই স্লটেই খেলা হয়। এ বছর গরমটা যেহেতু বেশি। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে কিছু করার নেই। স্কুল কলেজ আপনি সারাবছরে কয়েকটা দিন এদিক-সেদিক নিতে পারবেন,কিন্তু আমাদের যে স্লট আছে, এই স্লটের ভেতরই খেলা শেষ করতে হবে। খেলোয়াড়রা আসলে জানে গরমের ভেতর খেলতে হবে। এটার জন্য তারা ম্যাচের আগে যে রুটিনগুলো আছে, আমার ফ্লুইডটা কীভাবে নেবো বা নিউট্রেশনটা কীভাবে হওয়া উচিত; আমরা এসব জায়গায় ছেলেদের সচেতন করার চেষ্টা করছি।’

ভবিষ্যতে শীতের সময় প্রিমিয়ার ক্রিকেট আয়োজন করা যায় কিনা এমন প্রশ্নে সোহেল বলেছেন, ‘বিকল্প চিন্তা করাটা আমার কাছে মনে হয় যে কঠিন। কারণ আন্তর্জাতিক ক্যালেন্ডারের সঙ্গে সাংঘর্ষিক হবে। আমার কাছে মনে হয় সবমিলিয়ে কঠিন।’

গ্রুপ পর্বে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে শেখ জামাল। সুপার লিগে ভালো ক্রিকেট খেলে যতটা সম্ভব সামনের দিকে থাকতে চান তারা, ‘সুপার লিগে যতটুকু ভালো করা যায়। পাঁচটা ম্যাচ আছে, আমরা প্রতিটা ম্যাচেই ওই আশা নিয়ে যাবো যেন জিততে পারি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো এই আবহাওয়া, কন্ডিশনের মধ্যে যতটুকু দেওয়া যায়।’