মোস্তাফিজ চলে গেলে খারাপ লাগবে চেন্নাইয়ের

আইপিএলে পুরো মৌসুমে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। জিম্বাবুয়ে সিরিজ থাকায় মে মাসের শুরুতেই দেশে ফিরবেন তিনি। অথচ এই মৌসুমে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে সফল বোলার তিনি। আগেভাগে তার বিদায়ে চেন্নাইয়ের খারাপ লাগবে বলে জানিয়েছেন দলটির ব্যাটিং কোচ মাইক হাসি।

কাটার মাস্টারের জন্য খারাপ লাগার কারণও আছে। এই মৌসুমে চেন্নাইয়ের সফলতম বোলার মোস্তাফিজ। ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট! ফলে তার পারফরম্যান্স নিয়ে ভীষণ সন্তুষ্ট দল। চেন্নাই আবার আজ ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। মাইক হাসির আশা আরেকটি ভালো দিন কাটাবেন বাংলাদেশি পেসার, ‘মোস্তাফিজের চমৎকার স্লোয়ার বল আছে। যা বিশেষ করে চেন্নাইয়ের মাঠে সামলানো কঠিন। সে যখন বাংলাদেশে চলে যাবে, আমাদের খারাপ লাগবে। কিন্তু তার দেশতো তাকে ডাকছে। যতদিন পারি তাকে রাখতে চাই। এখন পর্যন্ত তার অবদানে আমরা ভীষণ সন্তুষ্ট।’

মোস্তাফিজ আজকের ম্যাচের পর আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। ২৮ এপ্রিল একটি ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এবং ১ মে পাঞ্জাবের বিপক্ষে। তার পর জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে শুরু টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আইপিএলের পার্পল ক্যাপ পুনরুদ্ধারের সুযোগ পাবেন তিনি। বর্তমানে শীর্ষ উইকেট শিকারি ত্রয়ী তারকা মুম্বাইয়ের জসপ্রিত বুমরা, রাজস্থানের যুজবেন্দ্র চাহাল ও পাঞ্জাবের হার্শাল প্যাটেলের চেয়ে দুটি উইকেট কম নিয়ে অবস্থান করছেন তিনি। যারা প্রত্যেকে ১৩ উইকেট নিয়েছেন।