শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট গোষ্ঠীর শুভেচ্ছায় সিক্ত ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। বুধবার তার ৫১তম জন্মবার্ষিকী। ক্রিকেট ঈশ্বরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শচীনের সাবেক সতীর্থরাও সেই তালিকায় আছেন।

১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম হয়েছিল ক্রিকেট কিংবদন্তির। মাত্র ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক। একই বছর ওয়ানডেতেও পা রাখেন শচীন। তারপর তো ইতিহাস, একের পর এক রেকর্ড তার পায়ের তলায় লুটিয়ে পড়েছে।

২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তার অর্জনের সারসংক্ষেপ তুলে ধরে বিসিসিআই শুভেচ্ছা জানিয়েছে এক্স-এ, ‘৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ২০১ আন্তর্জাতিক উইকেট, ২০১১ বিশ্বকাপ জয়ী। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার। লিজেন্ডারি শচীন রমেশ টেন্ডুলকারকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’ 

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ শচীনের প্রশংসা করে বলেছেন, ‘শুভ জন্মদিন ক্রিকেটের লিজেন্ড শচীন টেন্ডুলকারকে, আজ তিনি ৫১ পূর্ণ করলেন। তিনি তার ব্যাটিং বীরত্ব দিয়ে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং মাঠে ও মাঠের বাইরে নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন। মাস্টার ব্লাস্টারকে জানাই উষ্ণ অভ্যর্থনা।’

শচীন টেন্ডুলকারের আইপিএল ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্স লিখেছে, ‘যিনি ব্যাটিংকে দুর্দান্ত ও জাদুকরী বানিয়েছেন, শুভ জন্মদিন শচীন টেন্ডুলকার।’

ভারতের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, ‘শুভ জন্মদিন পাজি। মাঠে বোলারদের তুলোধুনো করা থেকে শুরু করে জীবনের সব লক্ষ্য পূরণ করেছেন, আপনার জন্যই আমি জীবনে উচ্চাকাঙ্ক্ষী হয়েছি (মাঝেমধ্যে মাঠেও)। আপনার জন্য অনেক ভালোবাসা, সুস্বাস্থ্য ও সবসময় সুখ কামনা করি।’