বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে

আগামী মে মাসে বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এজন্য ১৫ জনের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

সিকান্দার রাজার নেতৃত্বে এই দলটিতে আছেন আনক্যাপড খেলোয়াড় জোনাথান  ক্যাম্পবেল। তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরামকে ডাকা হয়েছে দলে।

জোনাথান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে। দেশের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টারের ২৬ বছর বয়সী ছেলে বাঁহাতি ব্যাটার এবং বল করেন লেগ ব্রেক। অ্যালিস্টার ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের জার্সিতে ২৪৮টি ম্যাচ খেলে আট হাজারের বেশি রান করেছেন।

এই সফরে দলের বাকি সদস্যরা গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের শেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন। 

অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসের সঙ্গে আছেন পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। তরুণ দুই খেলোয়াড় ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেট আছেন।

গত মার্চে ঘানায় অনুষ্ঠিত ১৩তম আফ্রিকান গেমসে স্বর্ণজয়ী জিম্বাবুয়ের পুরুষ উদীয়মান দলে খেলেছেন মাদান্দে, বেনেট ও ক্যাম্পবেল।

লেগ স্পিন বোলিং অলরাউন্ডার ক্যাম্পবেল ওই টুর্নামেন্টে ১২৬.৩৭ স্ট্রাইক রেটে চার ইনিংসে ১১৫ রান করেন। তবে বল সেভাবে করতে হয়নি। সব মিলিয়ে দুই ওভার বল করে তার ঝুলিতে গেছে এক উইকেট।

জেডসি এখনও নতুন প্রধান কোচ নিয়োগ দেয়নি। তাতে করে স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি থাকবেন ভারপ্রাপ্ত দায়িত্বে।

আগামী ৩, ৫ ও ৭ মে চট্টগ্রামে দুই দল প্রথম তিন টি-টোয়েন্টি খেলবে। তারপর ঢাকায় হবে ১০ ও ১২ মে শেষ দুই ম্যাচ।

জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথান ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জংউই, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলে এনদলোভু, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস।