ডোপ টেস্ট: নিষিদ্ধ হচ্ছেন শারাপোভা

নিষিদ্ধ হচ্ছেন শারাপোভা ডোপ টেস্টে ধরা পড়েছেন ৫ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। নিজের মুখেই এ কথা স্বীকার করে নিয়েছেন রাশিয়ান এই তারকা। তবে তিনি জানেন না কী ধরনের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।
শারাপোভা জানিয়েছেন, ‘আমি ডোপ টেস্টে ধরা পড়েছি। যার পুরো দায়িত্ব নিজেই নিচ্ছি। আমি আসলে ভুল করেছি। ভক্তদের হতাশ করেছি।’
মূলত ২০০৬ সাল থেকে নিজের স্বাস্থ্যগত কারণে মেলডোনিয়াম ড্রাগ নিয়ে আসছিলেন। আর সেটিই কাল হলো তার। এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনেই ডোপ টেস্টে পজিটিভ হন তিনি।
শারাপোভা জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর বিশ্ব ডোপবিরোধী সংস্থা ডব্লুএডিএ একটা মেইলে নিষিদ্ধ ড্রাগের হালনাগাদ তালিকা সবার কাছে পাঠিয়েছিল। কিন্তু শারাপোভা তখন ওই মেইলটা পড়ে দেখেননি। তাই এ বিষয়ে কিছুই জানতেন না তিনি।

কী ধরনের শাস্তি শারাপোভা পাবেন এ বিষয়ে এখনও বিস্তারিত জানা না গেলেও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন আইটিএফ জানিয়েছে, আগামী ১২ মার্চ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হতে পারেন শারাপোভা!   

/এফআইআর/