বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান। সিরিজ চলমান অবস্থাতেই ঐতিহাসিক পাকিস্তান সফরের কথা জানালো ক্রিকেট আয়ারল্যান্ড। প্রথমবারের মতো আইরিশ দলটি পাকিস্তান যাবে ২০২৫ সালে।
সফরের বিস্তারিত এখনও ঘোষিত হয়নি। তবে আয়ারল্যান্ড বিবৃতিতে জানিয়েছে, তারা পাকিস্তান সফরে যাবে আগামী বছর। সেটা অনুষ্ঠিত হবে আগস্ট-সেপ্টেম্বরে।
বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজ এখন ১-১ সমতায়।
সিরিজ চলাকালীন অবস্থাতেই ক্রিকেট আয়ারল্যান্ড বোর্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিস পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মোহসিন নাকভির সঙ্গে আসন্ন সফর নিয়ে আলোচনা করেছেন।
ম্যাকনিস জানিয়েছেন, আলোচনাটি ছিল ফলপ্রসূ। আর ঐতিহাসিক সফরটির ব্যাপারে একমতও হয়েছেন তারা। আয়ারল্যান্ড এর আগে কখনও পাকিস্তান সফরে যায়নি।
সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি সমসংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল। সফরটি আবার ভবিষ্যৎ সফর সূচির অংশও।