অঘটন ঘটাতে চায় নেদারল্যান্ডস

ডাচ অধিনায়ক পিটার বোরেনআগামীকাল বুধবার টি-টোয়েন্ট বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। এই ম্যাচে বাংলাদেশকে ফেভারিট মানছে ডাচরা। 

মঙ্গলবার সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন বলেন, 'এটা নিশ্চিত যে এই ম্যাচে বাংলাদেশই ফেভারিট। তবে আমরা তাদের আপসেট করে ইতিহাস গড়তে চাই।' সেটা ঘটাতেও পারে ডাচরা। এর আগে তারা দুইবার ইংল্যান্ডকে হারিয়েছে।

ক্রিকেটে নেদারল্যান্ডস বড় দল নয়, আবার ফেলনাও নয়। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের পর স্কটল্যান্ড এবং এরপরই নেদারল্যান্ডস। বেশ কয়েকজন ভাল মানের অলরাউন্ডার আছে দলে। তাদের পেস বোলিংও সমীহ করার মত। কন্ডিশনও তাদের পক্ষে। আর এটা কাজে লাগিয়ে যে কোনও সময় অঘটন ঘটিয়ে দিতে পারে তারা।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, আরাফাত সানি, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, নুরুল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডস দল: পিটার বোরেন (অধিনায়ক), ওয়েসলি বারেসি, আহসান মালিক, মুদাসসার বুখারী, বেন কুপার, টম কুপার, ভিভিয়ান কিংমা, স্টিফেন মাইবুর, ম্যাক্স ও' দাউদ, মাইকেল রিপন, পিটার সেলার, লোগান ভ্যান বিক, টিম ভান ডার গাজটেন, রোলেফ ভান ডার মারউই ও পল ভান মিকারেন।

/এমআর/