বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে আইসিসি

আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হতে দুই মাস বাকি থাকলেও কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি।

কলম্বোয় ১৯ থেকে ২২ জুলাই ছিল আইসিসির বার্ষিক সাধারণ সভা। সভা শেষে আইসিসির এক সূত্র ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। যদিও টুর্নামেন্ট শুরু হতে এখনো অনেক দেরি। তারপরও পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় কিছুটা উন্নতি হয়েছে।’

গত দুই সপ্তাহ জুড়েই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এই মুহূর্তে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে।

আগামী ৩ অক্টোবর শুরু হবে ১০ দলের নারী বিশ্বকাপ। শেষ হবে ২০ অক্টোবর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ও ঢাকায়। এ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে পাবে বাছাইপর্ব উতরে আসা স্কটল্যান্ড।