তামিমের সাহসী ব্যাটিংয়ে মুগ্ধ মাশরাফি

ঝড়ো ইনিংস খেলার পথে তামিম শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তামিম ইকবাল। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকলেও শুক্রবার আইরিশদের বিপক্ষে ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন ড্যাশিং এই ওপেনার।
জর্জি ডকরালের বলে পোর্টারফিল্ডের হাতে ক্যাচ দেওয়ার আগে তামিম ২৬ বলে ৩ চার ও ৪ ছয়ে তার ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তামিমের এমন ভয়ডরহীন ব্যাটিংয়ে মুগ্ধ টাইগার অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমের প্রশংসা করতে গিয়ে মাশরাফি বলেন, ‘তামিম একদম ফিয়ারলেস ব্যাটিং করেছে। দেখে মনে হয়েছে যে কোনও পজিশনে, যে কোনও পরিস্থিতিতে ও ব্যাট করতে পারবে। এরকম ব্যাটিং অন্যদেরও উৎসাহ দেয়।’

শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হয়েছে। বৃষ্টির কারণে মাত্র আট ওভার খেলা মাঠে গড়ায়। এতটুকু ব্যাটিং করেই সন্তুষ্ট মাশরাফি। তিনি বলেন, ‘একদম না হওয়ার চেয়ে যেটা ভালো হয়েছে, সেটা হচ্ছে ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস পেয়েছে। একেবারে না খেলার থেকে একটু খেলা আমাদের জন্যে ভালো হয়েছে। ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পেরেছে। আমি মনে করি এটা সামনের ম্যাচে কাজে লাগবে।’

/আরআই/এমআর/