চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জসপ্রীত বুমরা। ভারতের ষষ্ঠ ফাস্ট বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
দ্বিতীয় সেশনে চা বিরতির ঠিক আগ মুহূর্তে হাসান মাহমুদকে ফেরান ভারতীয় এই পেসার। এই উইকেট শিকার করেই বুমরা আন্তর্জাতিক অঙ্গনে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছান।
ভারতীয়দের মধ্যে ওয়ানডেতে দ্রুততম একশ উইকেটের মাইলফলকও বুমরার। টি-টোয়েন্টিতে দ্রুততম উইকেটের হাফসেঞ্চুরির কীর্তিও তারই।
বুমরার আগে ৪০০ আন্তর্জাতিক উইকেট নেওয়া ভারতীয় বোলার যারা
কপিল দেব- ৬৮৭ উইকেট
জহির খান-৫৯৭ উইকেট
জাভাগল শ্রীনাথ- ৫৫১ উইকেট
মোহাম্মদ সামি-৪৪৮ উইকেট
ইশান্ত শর্মা- ৪৩৪ উইকেট
জসপ্রীত বুমরা- ৪০১ উইকেট