পরীক্ষার পর আরও আত্মবিশ্বাসী তাসকিন

10526109_807359282702156_4219280761703341807_nবাছাইপর্বে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের পরেই বোলিং অ্যাকশন সন্দেহের মুখে পড়েছিলেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। সোমবার রাতে ভারতের চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষা দিয়ে ফিরেই বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে তাকে।

নিজের ফেসবুকে পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তাসকিন লিখেছেন, 'পরীক্ষা শেষ কয়েকদিন পরই রেজাল্ট জানা যাবে। ইনশাল্লাহ কোনও সমস্যা হবে না। আমার জন্য সবাই দোয়া করবেন।'

গত ৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ‘প্রশ্নবিদ্ধ’ হয়েছিল আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন। এরপরই শনিবার চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সানি। আর সোমবার পরীক্ষা দিলেন তাসকিন। সাধারণত ১৪ দিনের মধ্যে ফলাফল জানানো হয়। তবে টুর্নামেন্ট চলাকালীন ফলাফল ৭ দিনের মধ্যে জানানো হয়।

/এমআর/