বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ইডেনে ঘাসের পিচ!

16metbibhash10_204135বাংলাদেশ ও পাকিস্তান দুই্ দলই বর্তমানে পেস বোলিং নির্ভর। দুটি দলেই আছেন বর্তমানে ভীতি জাগানিয়া পেসাররা। আর এ দুইদলের লড়াই ইডেনের সবুঝ ঘাস বিছানো পিচেই হবে বলে খবর।
আননন্দবাজারের খবর গত সোমবার পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ার্ম আপ ম্যাচ যে উইকেটে হল, যেখানে বাঁ-হাতি স্পিনার ইমাদ ওয়াসিম চারটে উইকেট তুলে নিলেন, বুধবার সেই পিচ পাচ্ছেন না শাহিদ আফ্রিদিরা।

একদম বাঁ দিকের পিচটা বুধবারের ম্যাচের জন্য তৈরি করা হয়েছে। যাতে অল্প ঘাস আছে। এই উইকেট দেখে নাকি খুশি পাকিস্তান এবং বাংলাদেশ দু’দলই। মঙ্গলবার রাতে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় বলেন, ‘দুটো টিমই উইকেটে ঘাস চাইছে। আর পিচ দেখে ওয়াকার ইউনিস এবং বাংলাদেশ কোচ দু’জনই খুব খুশি।’

তেমনটা হলে আজ চার পেসার নিয়েই খেলবে বাংলাদেশ। দলে আসতে পারে মুস্তাফিজুর রহমান।
/এমআর/