আইপিএল মেগা নিলামের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তারা হলেন- নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।
গতকাল রাতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
নিলামে যাওয়ার আগে তাদের ভিত্তি মূল্যের দিকেও চোখ বুলিয়ে নেওয়া যাক। নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। একই ভিত্তিমূল্য রিশাদ, লিটন, হদয়, শরিফুল, তানজিম সাকিব, শেখ মেহেদী ও হাসান মাহমুদের। মোস্তাফিজের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি ২ কোটি রুপি। সাকিব, তাসকিন, মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।
সৌদি আরবের জেদ্দায় নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর।
নিলামে থাকা ৫৭৪জনের মধ্যে ভারতের ক্রিকেটার ৩৬৬জন। বিদেশি তালিকায় আছেন ২০৮ জন। তাদের মধ্যে সহযোগী দেশ থেকে আছেন ৩জন।
নিলামে আনক্যাপড ভারতীয় থাকছেন ৩১৮জন, আনক্যাপড বিদেশি ১২ জন।
সর্বশেষ নিলামে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একমাত্র দল পেয়েছেন শুধু মোস্তাফিজুর রহমান। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি।