ফজলে মাহমুদ-সোহাগ গাজীর হাফসেঞ্চুরিতে বরিশালের সংগ্রহ ২৮৯

জাতীয় ক্রিকেট লিগে শেষ রাউন্ডের খেলা শুরু হয়েছে। শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বরিশাল ২৮৯ রান তুলেছে। জবাবে খেলতে নেমে শেষ বিকালে ১ ওভার ব্যাট করতে পেরেছে ঢাকা।

বগুড়াতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বরিশাল। শুরুটা খুব ভালো করতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলটির হয়ে সোহাগ গাজী ও ফজলে মাহমুদ দুইজনই লড়াই করতে পেরেছেন। বাকি ব্যাটারদের কেউ কেউ ভালো শুরু পেলেও ইনিংসটাকে লম্বা করতে পারেনি। ফজলে মাহমুদ ১২৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন। এরপর কেবল লড়াই করেছেন এক টেস্টে সেঞ্চুরিয়ান ও ৫ উইকেট নেওয়া ক্রিকেটার সোহাগ গাজী। সতীর্থদের আসা- যাওয়ার মিছিলের সাক্ষী হয়ে সোহাগ ৭৮ রানে অপরাজিত ছিলেন। এই দুই ইনিংসের কল্যাণেই বরিশাল ২৮৯ রান তুলতে পারে।

ঢাকার বোলারদের মধ্যে সালাউদ্দিন শাকিল, সুমন খান ও এনামুল হক প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। 

দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ব্যাটিংয়ে নামার সুযোগ পায় ঢাকা। তবে আলোক স্বল্পতার কারণে মাত্র ১ ওভার পরই দিনের খেলা বন্ধ ঘোষণা করে দেন আম্পায়ার। ১ ওভারে অবশ্য ঢাকা কোনও রান তুলতে পারেনি। হারায়নি কোন উইকেট। রনি তালুকদার (০) ও জিসান আলম (০) রানে অপরাজিত আছেন।

এদিকে, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল খুলনা ও রংপুর। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে প্রথম দিন মাত্র ২৫ ওভার খেলা গড়িয়েছে। টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে খুলনা ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৯ রান। এনামুল হক বিজয় (৫০) ও মোহাম্মদ মিঠুন (৫) রানে অপরাজিত আছেন। 

রংপুরের বোলারদের মধ্যে মুকিদুল ইসলাম মুগ্ধ ও আরিফুল হক একটি করে উইকেট নিয়েছেন।