উইন্ডিজ সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করে তুলেছিল ২৯৪ রান। একই মাঠে দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করে অলআউট হয়েছে ২২৭ রানে। প্রথম ম্যাচে বড় সংগ্রহ তুলেও ম্যাচ হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচেতো পাত্তাই পায়নি। টানা দুই ম্যাচ হেরে ২০১৬ সালের পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজ হারে নিজেদের কমিটমেন্টের ঘাটতি দেখছেন পেসার তানজিম হাসান সাকিব।
২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে। তবে মঙ্গলবার হেরে গিয়ে সেই মাইলফলক হাতছাড়া হয়ে গেছে মিরাজদের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জুনিয়র সাকিব সিরিজ হারের মূল কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই সামনে আনলেন, ‘আপনি যদি দেখেন প্রথম ম্যাচে অসাধরণ ব্যাটিং করেছি। খুবই ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। আর এই ম্যাচে আমার মনে হয় একটু পিছিয়ে গেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ায়। আমার মনে হয় ওই জায়গায় কলাপস করেছি। যদি ব্যাক টু ব্যাক উইকেট না দিতাম। ব্যাটাররা যদি আরেকটু জুটি বা কমিটমেন্ট নিয়ে ব্যাট করতো, তাহলে হয়তো আরও একটু ভালো স্কোর করতে পারতাম।’
আগের ম্যাচে তিন হাফ সেঞ্চুরি হলেও এদিন হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন শুধু অভিজ্ঞ মাহমুদউল্লাহ। টানা দ্বিতীয় হাফসেঞ্চুরির দেখা পাওয়া মাহমুদউল্লাহ খেলেছেন ৬২ রানের ইনিংস। অষ্টম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও তানজিম সাকিবের ৯২ রানের জুটিতেই দুইশ পেরোয় বাংলাদেশ। তানজিম হাসান সাকিব করেন ৪৫ রান। ব্যাটারদের মধ্যে তাড়াহুড়ো ছিল কিনা এমন প্রশ্নে অনেকটা এভাবেই উত্তর দিলেন সাকিব, ‘আমি তাড়াহুড়ো বলবো না। কারণ তামিম যেভাবে ব্যাটিং করে, এটা ওর ন্যাচারাল ব্যাটিং। ও এখান থেকে বের হয়ে আসলে এটাও হবে না। ও খুব ভালো স্মুথলি কিন্তু রান করছিল। ওরা ভালো বোলিং করেছে অবশ্যই। ভালো সুইং করিয়েছে। যেটা সিলস বলেছে ময়েশ্চার ছিল উইকেটে। ওরা ভালো সুইং, ক্যারি পাচ্ছিল। আমরা হয়তো আরেকটু কমিটমেন্ট নিয়ে মনোযোগ দিয়ে ব্যাট করতে পারতাম। কারণ এটা খুব ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমার কাছে মনে হয় যদি আরেকটু সময় নিতাম, তাহলে পরে কাভার আপ করা যেত।’
নিজের ব্যাটিং নিয়ে তানজিম সাকিব বলেছেন, ‘সবসময় চেষ্টা করি টিমের যখন দরকার হবে, যেন ভালো ব্যাটিংটা করতে পারি। আমার মাইন্ডসেট কখনো কাজ করে না যে একজন ভালো অলরাউন্ডার হবো বা এরকম কিছু। চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাট করবো, সেটা প্র্যাক্টিসে হতে পারে, ম্যাচে হতে পারে। এদিন একটা সুযোগ আসছে, চেষ্টা করেছি রিয়াদ ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য। আর নিজের স্ট্রং জোনে যে বলগুলো পেয়েছি, শটস খেলার চেষ্টা করেছি।’
একই উইকেটে বাংলাদেশ প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল। কাল টস হেরে ব্যাট করেছে। তাহলে কি প্রথম ম্যাচে উইকেট রিড করতে ভুল হয়েছে? এমন প্রশ্নে তানজিম সাকিব বলেছেন, ‘না, উইকেট রিড করতে সমস্যা হয় নাই। যদি সমস্যা হতো, তাহলে প্রথম ম্যাচে এত ভালো ব্যাটিং করতাম না। আমাদের যিনি হেড কোচ আছেন, তিনিও অনেক মেসেজ দিচ্ছেন। এই উইকেটগুলোতে কীভাবে খেলা যায় বা কীভাবে ক্যারিবিয়ান ক্রিকেটারদের মাইন্ডসেট কাজ করে, উনি আমাদের এই মেসেজগুলো দিচ্ছেন।’