সেমিফাইনালেই চোখ টাইগারদের

সৌম্যটি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে গেলেও হতাশ নয় টাইগাররা। বরং এখনও সেমিফাইনালে চোখ তাদের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন দলের ওপেনার সৌম্য সরকার।
তিনি বলেন, 'আমরা খেলার মধ্যেই ছিলাম। এটা ছিল বিশ্বকাপে আমাদের চার নম্বর ম্যাচ। আগের তিনটি (আসলে দুটি জয়, একটি ম্যাচ ভেস্তে যায়) আমরা জিতেছি। চার নম্বর ম্যাচ হারতেই পারি। একটা দিন খারাপ যেতেই পারে। পরের তিনটি ম্যাচে আমরা অবশ্যই চেষ্টা করব ঘুরে দাঁড়াতে। সেমিফাইনালে ওঠাই আমাদের লক্ষ্য।'

সাম্প্রতিক সময়ে ফর্ম ভালো যাচ্ছে না সৌম্য'র। তবে শিগগিরই ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। সৌম্য বলেন, 'ইডেনে আমার যেটা প্রথম মাথায় এসেছিল, এখানে আগে একটি ম্যাচই খেলেছিলাম সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) দলের বিপক্ষে। ১২৯ রানের ইনিংস খেলেছিলাম। আমি ভেবে নিয়েছিলাম ইডেন আমার লাকি গ্রাউন্ড। হয়ত কামব্যাক করতে পারব। কিন্ত পারিনি।'

পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হলেও অবিশ্বাস্য একটি ক্যাচ ধরে পুরো ‌‌‌ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন সৌম্য। এ বিষয়ে তিনি বলেন, 'ফিল্ডিংয়ে যখন আমি থাকি তখন সবসময় চেষ্টা করি ভালো কিছু করার বা এমন কিছু করার যেন সবাই দেখে। ওইরকম সুযোগ কালকে এসেছিল। ক্যাচটা নিতে পেরে ভালো লেগেছে। শুনলাম জন্টি রোডসও নাকি কমেন্ট করেছে।'

/আরআই/এমআর/