অভিজ্ঞদের নিয়েই নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

অভিজ্ঞদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সর্বশেষ সিরিজে ছিলেন না কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে ও লকি ফার্গুসন। তাদের নিয়ে বড় এই ইভেন্ট খেলতে যাচ্ছে কিউইরা। 

কেন উইলিয়ামসন ও কনওয়ে বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলছেন। আর ফার্গুসন খেলছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে টুর্নামেন্টে। হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ খেলতে না পারা বেন সিয়ার্সকেও এই দলে রাখা হয়েছে। 

সিয়ার্সের মতো আরেক পেসার উইলি ও’রুর্ক ও নাথান স্মিথের এটা প্রথম আইসিসি টুর্নামেন্ট।  দলটির নেতৃত্বে থাকবেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তাও আবার বড় কোনও ইভেন্টে এবারই প্রথম অধিনায়কের দায়িত্বে তিনি। 

২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে হওয়া সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলটিতে ছিলেন স্যান্টনার, উইলিয়ামসন ও টম ল্যাথাম।  

নিউজিল্যান্ড উদ্বোধনী দিনেই মাঠে নামবে ১৯ ফেব্রুয়ারি। করাচিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ ও ভারত। 

নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার(অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, বেন সিয়ার্স, উইল ও’রুর্ক।