চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সাকলাইন সজিব

সাকলাইন সজিবঅবৈধ বোলিং অ্যাকশনের কারণে বাংলাদেশি স্পিনার আরাফাত সানিকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। আরাফাত সানির বদলে বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিচ্ছেন আরেক বাহাঁতি স্পিনার সাকলাইন সজিব। তিনি শনিবার রাতের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন বলে টিম ম্যানেজম্যান্ট সূত্র নিশ্চিত করেছে। দুপুরের দিকে রাজশাহীতে থেকে ঢাকায় পৌঁছেছেন তিনি। ওখান থেকে বিসিবিতে যাবেন সজিব। এরপর কলকতা হয়ে বেঙ্গালুরু’র ফ্লাইট ধরবেন এই বাঁহাতি স্পিনার।
মূলত আরাফাত সানির বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আসার পরই বিসিবি সাকলাইন সজিবকে মানসিক ভাবে তৈরি থাকার নির্দেশ দেয়। সেভাবেই তিনি নিজেকে প্রস্তুত করেন। সকালে খবর পেয়েই  খুশিতে আটখানা হলেও সতীর্থ আরাফাত সানির জন্য খারাপও লাগছে তার।
এ প্রসঙ্গে তিনি শনিবার মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশা করি সানি খুব দ্রুতই বোলিং অ্যাকশন শুধরে দলে ফিরবে। তার জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।’

 

 


৬৯টি প্রথম শ্রেণির ক্রিকেট ও ৫৯টি লিস্ট ‘এ’ ক্রিকেট খেললেও এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়নি সাকলাইন সজিবের। ৩২টি ঘরোয়া টি-টোয়েন্টিও ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রাজশাহীর এ ক্রিকেটারের। সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলে ৮ ম্যাচে ৮ উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়া বিসিবি নর্থ জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলছিলেন সজিব। ২ ম্যাচে ৪ ইনিংসে নিয়েছিলেন ৮ উইকেট। 

বিশ্বকাপে সুযোগ পেয়ে দারুণ খুশি সাকলাইন। তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো একটি জায়গায় খেলার সুযোগ পাচ্ছি। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। সুযোগ পেয়ে আমার ভালো লাগছে। তবে এভাবে জায়গা পাবো তা প্রত্যাশা করিনি। যেহেতু একটি সুযোগ পেয়েছি-এটা কাজে লাগাতে চাই।’

 ‘বিশ্বকাপে সুযোগ পেয়েছি আমি কিন্তু মনে হচ্ছে আমার বাবা-মা সুযোগ পেয়েছেন। তারা অনেক বেশি রোমাঞ্চিত’- এভাবেই বাংলা ট্রিবিউনকে বাবা-মায়ের আবেগের কথা তুলে ধরেন সাকলাইন। তিনি বলেন, ‘আসলে আমিও রোমাঞ্চিত; কিন্তু তার চেয়ে বেশি রোমাঞ্চিত আমার বাবা-মা। তাদের খুশি দেখে আমার খুব ভালো লাগছে।’সাকলাইন সজিব

তিনি আরও যোগ করেন, ‘বাবা-মা আমাকে রাজশাহী বিমানবন্দরে এসে বিমানে তুলে দিয়েছে। যদি সুযোগ পাই, চেষ্টা করবো এই চ্যালেঞ্জটা নেওয়ার। আরাফাত সানি বিশ্বকাপে গত ৫ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ খেলেছে। যেখানে মোটামুটি ইকোনমি বোলিং করেছেন তিনি। চার ম্যাচে তার উইকেট সংখ্যা ৪টি। অধিনায়ক মাশরাফি স্পিন আক্রমণের প্রধান ভরসা হয়ে আছেন ২৯ বছর বয়সী আরাফাত।

সাকলাইন সজিবও সুযোগ পেলে অধিনায়কের দেওয়া দায়িত্ব নিজ কাধে তুলে নিতে বদ্ধ পরিকর।  তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিম ম্যানেজম্যান্ট ভালো জানবে, তারা আমাকে কয়টা ম্যাচ খেলাবে তারা ভালো জানে। আমি সম্পূর্ণ প্রস্তুত চ্যালেঞ্জ নেওয়ার জন্য। আমি সব সময়ই প্রস্তুতি নিয়ে আছি। তবে সুযোগ পেলে চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার।’

/এমআর/