বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-১ এ লড়বে এই তিন দল।
চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে শীর্ষ হওয়ায় ভারত এবং তৃতীয় হয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের বিপক্ষে লড়াই নিশ্চিত করেছে।
তিন ম্যাচের সবগুলো জিতেছে ভারত। আর ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে একটি জয়।
টুর্নামেন্টের ফিকশ্চার অনুযায়ী, ডি গ্রুপের দ্বিতীয় দল সুপার সিক্সের এক নম্বর গ্রুপে খেলবে এ-র শীর্ষ ও তিন নম্বর দলের বিপক্ষে। এক নম্বর গ্রুপে অন্য তিনটি দল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
বাংলাদেশ তাদের প্রথম সুপার সিক্স ম্যাচ খেলবে রবিবার ভারতের বিপক্ষে। কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালেই মঙ্গলবার তারা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।
সুপার সিক্সের দুই নম্বর গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সুপার সিক্সের প্রতিপক্ষ চূড়ান্ত
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-১ এ লড়বে এই তিন দল।
চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে শীর্ষ হওয়ায় ভারত এবং তৃতীয় হয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের বিপক্ষে লড়াই নিশ্চিত করেছে।
তিন ম্যাচের সবগুলো জিতেছে ভারত। আর ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে একটি জয়।
টুর্নামেন্টের ফিকশ্চার অনুযায়ী, ডি গ্রুপের দ্বিতীয় দল সুপার সিক্সের এক নম্বর গ্রুপে খেলবে এ-র শীর্ষ ও তিন নম্বর দলের বিপক্ষে। এক নম্বর গ্রুপে অন্য তিনটি দল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
বাংলাদেশ তাদের প্রথম সুপার সিক্স ম্যাচ খেলবে রবিবার ভারতের বিপক্ষে। কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালেই মঙ্গলবার তারা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।
সুপার সিক্সের দুই নম্বর গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।