সেই ফোন কল এলো শনিবার

সাকলাইন সজীবশনিবার বেলা ১১টায় রাজশাহী নিউমার্কেটে তারকা ক্রিকেটার ফরহাদ হোসেনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সাকলাইন সজিব। এমন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি সাব্বির রহমানের ফোন আসে সাকলাইনের মুঠোফোনে। আড্ডা থামিয়ে দ্রুত রিসিভ করেন সজিব। সেখান থেকে পেলেন সুখবর। দলে ডাকা হয়েছে তাকে। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আরাফাত সানি নিষিদ্ধ হওয়ায় ডাক পড়েছে সজিবের।

বাংলা ট্রিবিউনকে সাকলাইন সজিব বলেন, সাব্বির ভাইয়ের ফোন তাই দেরি না করে ফোন ধরি। তিনি অপরপ্রান্ত থেকে তিনি বলে উঠেন, 'তুমি রেডি আছো। তাড়াতাড়ি ঢাকায় চলে এসো। বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে ভারতে যোগ দিতে হবে।'

রাজশাহী বিভাগীয় দল, জাতীয় ‘এ’ দল ও বিপিএলসহ বিভিন্ন লিগ বা টুর্নামেন্টে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছিলেন রাজশাহী নগরীর মুন্সিডাঙ্গা এলাকার ছেলে সাকলাইন সজিব। কিন্তু জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড থেকে বিদায় নিতে হয় তাকে। তার ক্রিকেটের হাতেখড়ি কোচ জামিলুর রহমান সাদ, শাহনেওয়াজ শহীদ সানু, খালেদ মাসুদ পাইলট, রফিকুল ইসলাম, আলমগীর কবির, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকীসহ সিনিয়র খেলোয়াড়দের হাত ধরে। জাতীয় দলের ডাক পাওয়ার পর তার বাড়িতে এসে সিনিয়র ও জুনিয়র ক্রিকেটাররা ফুলেল শুভেচ্ছা জানিয়ে গেছেন। সেই সঙ্গে শুভকামনা জানিয়ে ঢাকার উদ্দেশে গাড়িতে তুলে দিয়েছেন।

বিশ্বকাপের ময়দানে সাকলাইন সজিবের প্রত্যাশাটা কেমন? এ ব্যাপারে তিনি বলেন, আগে যেসব ম্যাচ খেলেছি, তার সঙ্গে এই ম্যাচের পার্থক্য অনেক। এখন একটি দলের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ময়দানে লড়াই চালিয়ে যাব। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশার জায়গাটা অনেক বড়। তাই আমাকে সব ভেবে মাঠে পারফরম্যান্স করতে হবে।

শনিবার রাত সাড়ে ৯টায় ফ্লাইট আছে। তবে রাজশাহী থেকে ঠিক সময়ে ঢাকায় পৌছানো নিয়ে বেশ দুশ্চিন্তায় সজিব। তিনি বলেন, অনেক চেষ্টা করেও বিমানের টিকিট সংগ্রহ করতে পারিনি। তাই বাসে রওয়ানা হয়েছি। আজ রাতের ফ্লাইট ধরতে না পারলে কাল (রবিবার) সকালে রওনা হতে পারি।

/এমআর/