বাংলাদেশ-নিউজিল্যান্ডের লড়াইয়ের আগে যা জেনে নেওয়া দরকার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। অবশ্য গুরুত্বটা পৃথক পৃথক কারণে। প্রথম ম্যাচ ভারতের কাছে হেরে যাওয়ায় টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের এখন বাকি ম্যাচ জয়ের বিকল্প নেই।  কিউইদের অবশ্য এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। 

তার আগে দেখে নেওয়া যাক দুই দলের অতীত পরিসংখ্যান ও চমকপ্রদ কিছু তথ্য--

**দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি নিউজিল্যান্ডের। ৪৫ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১১টি। বাকি ৩৩ ওয়ানডে জিতেছে কিউই দল। একটি ম্যাচে কোনও ফল আসেনি। 

** দুই দলের সর্বশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালের ডিসেম্বরে সেটা ছিল টাইগারদের বিদেশের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়। 

**অবশ্য ২০১৭ সালের আগের আসরে কার্ডিফে নিউজিল্যান্ডকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপসরা টাইগারদের বিপক্ষে জিতেছিল ২০০২ সালের আসরে। টুর্নামেন্টে হেড-টু হেড রেকর্ড তাই সমান ১-১। 

** ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় ওয়ানডেতে ১ হাজার রান থেকে আর ২৩ রান দূরে। একই মাইলফলক স্পর্শ করতে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসও ৪ রান দূরে।