চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসরে আলো ছড়ানো পারফরম্যান্স ছিল নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরির। কিন্তু ভারতের বিপক্ষে ফাইনালে তাকে নিয়ে চোট শঙ্কায় পড়ে গেছে কিউই দল। সেমিফাইনালে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটে শিরোপা নির্ধারণী ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
৩৩ বছর বয়সী পেসার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯তম ওভারে ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান। তার পর ড্রেসিং রুম থেকে ফিরে আরও দুই ওভার বল করেন তিনি।
শুক্রবার ব্ল্যাক ক্যাপসদের কোচ গ্যারি স্টিডও তার শারীরিক অবস্থা নিয়ে পরিষ্কার করে কিছু বলতে পারেননি। শুধু বলেছেন, ‘হেনরির ফিটনেসের অবস্থা এখনও অজানা। জানি না সর্বশেষ অবস্থা কী। কাঁধে যেভাবে পড়েছে, তাতে করে ব্যথা রয়েছে। তবে আশা করছি সে হয়তো ঠিক হয়ে যাবে।’
এ সময় স্টিড জানান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির (৪ ম্যাচে ১০ উইকেট) সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য প্রস্তুত তারা, ‘বিষয়টা তার জন্য অস্বস্তিকর। তবে ইতিবাচক দিকটা হলো, সে কিন্তু বল করার জন্য ফিরে এসেছিল। আমরা তার স্ক্যানসহ অন্য কাজগুলো সঠিকভাবে করেছি। এখন ফাইনালে তাকে খেলানোর জন্য সর্বোচ্চ সুযোগটা দিতে চাই।’
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। দুবাইয়ে ম্যাচটা মাঠে গড়াবে বিকাল ৩টায়।