অবশেষে ফিরলেন মুস্তাফিজ

মুস্তাফিজএশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কাটারবয় মুস্তাফিজকে পাননি মাশরাফি। পাননি বিশ্বকাপের বাছাইপর্বের একটি ম্যাচেও। মূলপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও খেলতে পারেননি এই কাটার বিশেষজ্ঞ। মুস্তাফিজ ভক্তরা আশায় আশায় ছিলেন কবে তিনি ফিরবেন। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে মাঠে নামলেন এই 'বিস্ময় বালক'।

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে গত ছয়টি ম্যাচ খেলা হয়নি এই বিস্ময় বালকের। মুস্তাফিজ খেলতে না পারলেও তার অভাব বুঝতে দেননি তাসকিন। কিন্তু সেই তাসকিনকে হারিয়ে মাশরাফির আক্রমণভাগের ছন্দপতন ঘটেছে। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে শনিবার বাংলাদেশের এই স্পিড স্টারকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি। নিষেধাজ্ঞার কারণে সোমবার অসিদের বিপক্ষে খেলতে পারছেন না তিনি। ফলে অনুমিত ছিল, তাসকিনের বদলে মুস্তাফিজ মাঠে নামছেন। হয়েছেও তাই।

অবশ্য মাশরাফির হাতে অন্য কোনও অপশন ছিলো না। আগের দিন সংবাদ সম্মেলনে মুস্তাফিজের খেলা নিয়ে মাশরাফি নিজেই নিশ্চয়তা দিয়েছিলেন। বলেছিলেন, ‘মুস্তাফিজ যদি ২০ ভাগও ফিট থাকে তবে পরের ম্যাচ খেলবে। কেননা আমাদের হাতে আর কোন অপশন নেই।’ মুস্তাফিজ এই ম্যাচটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেলেন। ছোট্ট ক্যারিয়ারের সবগুলো ম্যাচই তিনি খেলেছেন ঘরের মাঠে।

/এমআর/