দিল্লি ক্যাপিটালসে অক্ষরের ডেপুটি দু প্লেসি

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। এই আসরে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ দু প্লেসি। 

দু প্লেসি গত আইপিএলের শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গুলুরুর অধিনায়ক ছিলেন। তার পর গত বছরের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় ওই ফ্র্যাঞ্চাইজি। সেই নিলামের মধ্য দিয়ে দিল্লি তাকে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে।

দিল্লির দলটিতে আরেক আইপিএল অধিনায়ক লোকেশ রাহুলও রয়েছেন। যিনি এই বছরই দিল্লিতে যোগ দিয়েছেন। কিন্তু তাকে এড়িয়ে ফাফ দু প্লেসিকে ডেপুটি হিসেবে বেছে নিয়েছে দিল্লি। 

সব ফরম্যাটে প্রোটিয়াদের সাবেক অধিনায়ক আইপিএলের অংশ হন ২০১২ সালে। তখন তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। একই দলের অংশ থাকেন ২০১৫ সাল পর্যন্ত। পরের দুই মৌসুমের জন্য খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে। এই সময় আবার নিষিদ্ধ ছিল চেন্নাই। তারা খেলায় ফিরলে আবারও একই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন ২০২১ সাল পর্যন্ত। পরের আসরের নিলামে ২০২২ সালে তাকে দলে নেয় বেঙ্গালুরু। বিরাট কোহলি অধিনায়কের দায়িত্ব ছাড়লে তখন নেতৃত্বভার বুঝিয়ে দেওয়া হয় তাকে। দু প্লেসির নেতৃত্বেই বেঙ্গালুরু খেলেছে তিন মৌসুম। এই সময় ২০২২ ও ২০২৪ মৌসুমে প্লে-অফও খেলেছে তারা। 

সার্বিকভাবে আইপিএলে ৪০ বছর বয়সী দু প্লেসির ১৪৫ ম্যাচে সংগ্রহ ৪ হাজার ৫৭১ রান। গড় ৩৫.৯৯ এবং স্ট্রাইক রেট ১৩৬.৩৭।