রাজস্থানের কিপিং ও নেতৃত্বে ফিরছেন স্যামসন

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সের কাছ থেকে পুরো ছাড়পত্র পেয়ে গেছেন সাঞ্জু স্যামসন। তাতে করে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংও করতে পারবেন। স্বাভাবিকভাবে রাজস্থান রয়্যালসের নেতৃত্বও ফিরে পাচ্ছেন তিনি।

ডান হাতের মধ্যমায় অস্ত্রোপচারের কারণে এবারের আইপিএলের শুরুতে কেবল ব্যাটিং করেছেন স্যামসন এবং ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে ব্যবহার করা হয়েছে। তার অনুপস্থিতিতে প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেন রিয়ান পরাগ।

গত ৩১ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তৃতীয় ম্যাচের পর গুয়াহাটি থেকে বেঙ্গালুরু চলে যান স্যামসন। চন্ডিগড়ের মুল্লানপুরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ৫ এপ্রিল পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রাজস্থান। 

তিন ম্যাচে মাত্র একটি জিতেছে রাজস্থান। পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে তারা।