লর্ডসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ৫ জুলাই, শুরু ১২ ‍জুন

পরের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ২০২৬ সালের ৫ জুলাই। শিরোপার লড়াই হবে লর্ডসে।

বৃহস্পতিবার এই ১২ দলের টুর্নামেন্টের জন্য আরও ছয় ভেন্যু নিশ্চিত করেছে আয়োজকরা। ২৪ দিনে ৩৩ ম্যাচ হবে ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বৌল, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে।

২০১৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল হয়েছিল লর্ডসে। ওই ম্যাচে ইংল্যান্ড ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। 

গত অক্টোবরে আরব আমিরাতে ১০ দলের টুর্নামেন্টে জিতে নিউজিল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আগামী বছর খেলবে। ২০২৬ ইভেন্টের জন্য এরই মধ্যে আট দলের জায়গা চূড়ান্ত হয়ে গেছে। বাকি চার দল নিশ্চিত হবে আগামী বছরের কোয়ালিফায়ারের মাধ্যমে।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ গত আসরের পারফরম্যান্সের ভিত্তিতে টিকিট কেটে রেখেছে। গত ২১ অক্টোবরের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং টেবিল অনুযায়ী পরবর্তী দুই সেরা দল পাকিস্তান ও শ্রীলঙ্কাও আছে তাদের সঙ্গে।