পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ

ভারতের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় পাকিস্তান আক্রমণ চালিয়েছে। মঙ্গলবার রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে হামলা চালানোর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা পরিস্থিতি বিরাজ করছে। গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমবর্ধমান। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ এই সংঘাতের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন।

শেবাগ বলেছেন, ‘পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে, যখন তাদের চুপ করে থাকার সুযোগ ছিল। তারা তাদের জঙ্গি সম্পদ রক্ষা করতে উত্তেজনা বাড়িয়েছে, এটাই তাদের চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্তভাবে তাদের জবাব দেবে, যেটা পাকিস্তান কোনোদিন ভুলবে না।’

বৃহস্পতিবার পাকিস্তান জম্মু এবং পশ্চিম সীমান্তের কাছে একাধিক সামরিক ঘাঁটিতে আকাশপথে হামলা চালায়, কিন্তু ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে ব্যর্থ করে দেয়। এই হামলার জবাবে ভারতীয় বাহিনী প্রতিশোধমূলক আক্রমণ চালায়, যা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে গণমাধ্যমের খবর।

সাবেক ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদও সামাজিক মাধ্যমে পাকিস্তানকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বলে সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘পাকিস্তান একটি সম্পূর্ণ দুর্বৃত্ত রাষ্ট্র। ভারত তাদের এমনভাবে শিক্ষা দেবে যা তারা কল্পনাও করতে পারে না।’