বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার চারদিনের ম্যাচটি শুরু হয়। কৃত্রিম আলোতে শুরুতে ম্যাচ গড়ালেও শেষ পর্যন্ত ফ্লাডলাইট লাগেনি। বুধবার প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ৬৪ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২২৬ রান।
টস জিতে ব্যাটিং নেমে নিউজিল্যান্ড শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে। ১০১ রানে ৬ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কাতে ছিল তারা। তবে মিচেল হে ও ডিন ফক্সক্রফটের ৯৮ রানের গুরুত্বপূর্ণ জুটিতে তারা প্রথম দিন অলআউট হয়নি তারা।
ফক্সক্রফট ৪৭ রানে আউট হলেও মিচেল ৬৮ রানে অপরাজিত আছেন। খালেদ আহমেদ এই জুটি ভাঙার পর দ্রুত ফেরেন আদিত্য আশোক (৩)। এরপর অষ্টম উইকেটে মিচেল ও ক্রিস্টিয়ান ক্লার্ক ১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করে ফেলেন। ক্লার্ক ২১ বলে ১২ রানে অপরাজিত আছেন।
৪৭ রানে ৪ উইকেট শিকার করে দিনের সেরা বোলার খালেদ। এছাড়া পেসার এনামুল হক নেন তিনটি এবং ইবাদত হোসেন শিকার করেন একটি উইকেট।